স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট সদর, মাধবপুরের আন্দিউড়া ও বানিয়াচঙ্গের সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৪ প্রার্থী জামানত হারিয়েছেন। গতকাল সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত এ নির্বাচনে চুনারুঘাট সদর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী কাউছার আহমেদ ৩ হাজার ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। ওই নির্বাচনে মোট ৮ হাজার ৭৬২ ভোট কাস্টিং হয়। নির্বাচন বিধি অনুযায়ী প্রতিদ্বন্দ্বি প্রার্থী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে তার জামানত বাজায়াপ্ত হবে। সে হিসেবে স্বতন্ত্র প্রার্থী মোঃ নুর উদ্দিন সুমন ঘোড়া প্রতিকে ৯০ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ আব্দুল মান্নান মোটর সাইকেল প্রতিকে ৭৪৭ ভোট পান। ফলে তাদের জামানত বাজেয়াপ্ত হয়। ওই ইউনিয়নে ৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মাধবপুরের আন্দিউড়া ইউনিয়নে মোস্তাক আহমেদ খান হেলাল চশমা প্রতীকে ২ হাজার ৬শ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। ওই ইউনিয়নে ১০ হাজার ৩২৫ ভোট কাস্টিং হয়। কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেয়ে জামানত হারান লাঙ্গল প্রতীকের প্রার্থী কায়সার আহমেদ। ওই ইউনিয়নে মোট ৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জয় কুমার দাস নৌকা প্রতীকে ২ হাজার ৩১২ পেয়ে নির্বাচিত হন। ওই ইউনিয়নে মোট ৮ হাজার ৩৫২ ভোট কাস্টিং হয়। স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ সেকুল ইসলাম সর্দার ঘোড়া প্রতীক নিয়ে পান ৩৬১ ভোট। নির্বাচনী বিধি অনুযায়ী তিনি জামানত হারান।