এসএম সুরুজ আলী ॥ শান্তিপূর্ণভাবে হবিগঞ্জ জেলার ৩টি উপজেলার ৪টি ইউনিয়নের ৪টি ওয়ার্ডের মেম্বার পদে উপনির্বাচনে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে ৪টি ওয়ার্ডে যারা মেম্বার নির্বাচন হয়েছেন তারা হলেন- বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে কামাল মীর্জা। তিনি টিউবওয়েল প্রতিক নিয়ে পেয়েছেন ৫৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ মোঃ এবাদত মিয়া মোরগ প্রতীক নিয়ে পেয়েছেন ৩৪২ ভোট। বানিয়াচং উপজেলার দক্ষিণ পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ডে নির্বাচিত হয়েছেন প্রয়াত ময়না মেম্বারের ছেলে বাবলু মিয়া। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৪১৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জামাল মিয়া ঘুড়ি প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৬ ভোট। এ ওয়ার্ডটিতে ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ করা হয়। আজমিরীগঞ্জের শিবপাশা ইউনিয়নের সংরক্ষিত ১নং ওয়ার্ড (১, ২, ৩) এর মহিলা মেম্বার পদে উপনির্বাচনে নির্বাচিত হয়েছেন রাশেদা বেগম। তিনি বই প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ২৫৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ ফরিদা বেগম মাইক পেয়েছেন ৫৭৪ ভোট। অপর প্রার্থী মোছাঃ সেলিমা বেগম (বক পাখি) পেয়েছেন ৫৫৩ ভোট। লাখাই উপজেলার ৬নং বুল্লা ইউনিয়ন পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে মোছাঃ মনোয়ারা খাতুন নির্বাচিত হয়েছেন। তিনি মাইক প্রতীক নিয়ে ১ হাজার ২২৫ ভোট পেয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোছাঃ জাহানারা বেগম হেলিকপ্টার প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৯ ভোট।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com