স্টাফ রিপোর্টার ॥ শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজে ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে দু’দল ছাত্রের সংঘর্ষে ৭ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
সূত্র জানায়, দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসে এক ছাত্রীকে উত্ত্যক্তের জের ধরে দুই ছাত্রের মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় একাদশ শ্রেণীর ছাত্র মেহেদি, জুবেল, রুবেল, দ্বাদশ শ্রেণির ছাত্র সাকিব, জসিম গুরুতর আহত হয়।
খবর পেয়ে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় তিন জনকে আটক করা হয়। তাৎক্ষণিক তাদের নাম পরিচয় জানা যায়নি, তবে তারা বহিরাগত বলে জানা গেছে।
কলেজের অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন বলেন, ‘বহিরাগত ছাত্ররা কলেজ ক্যাম্পাসে ঢুকে ছাত্রদের সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। কলেজ কর্তৃপক্ষ পরবর্তী ব্যবস্থা নিবেন।
শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, বুধবার দুই ছাত্রের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। বৃহস্পতিবার তাদের বিষয়টি মিমাংসা হওয়ার কথা ছিল। এসময় উভয়পক্ষের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে ছাত্ররা জানিয়েছে তাদের সহপাঠী ছাত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করলে এ সংঘর্ষ বাধে। ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে।
অধ্যক্ষ বললেন বহিরাগতরা হামলা চালিয়েছে ॥ ৩ জন আটক
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com