স্টাফ রিপোর্টার ॥ গতকাল বৃহস্পতিবার বানিয়াচং উপজেলর সুবিদপুর, চুনারুঘাট সদর ও মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীরা কে কত ভোট পেয়েছেন তা নি¤েœ তুলে ধরা হলো।
সুবিদপুর: বানিয়াচং উপজেলার সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার জয় কুমার দাস নৌকা প্রতিক নিয়ে ২ হাজার ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কাওছার চৌধুরী মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ২৪০ ভোট। অপর প্রার্থী মোঃ সজিব আলী আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৯৪৫ ভোট, এস এম লুৎফুর রহমান কাশেম পেয়েছেন ১ হাজার ৪২২ ভোট, সেকুল ইসলাম সরদার পেয়েছেন ৩৬১ ভোট।
চুনারুঘাট: চুনারুঘাট উপজেলার ৬নং চুনারুঘাট সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে জেলা শ্রমিক লীগের সদস্য স্বতন্ত্র প্রার্থী মোঃ কাউছার আহমেদ বাহার ৩ হাজার ৬০৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ মাহবুবুর রহমান চৌধুরী আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ৮শ’ ভোট, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোঃ রইছ উল্লাহ নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪৪২ ভোট, স্বতন্ত্র প্রার্থী শেখ মোঃ আব্দুল মন্নান মোটর সাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ৭৪৭ ভোট ও স্বতন্ত্র প্রার্থী মোঃ নুরুদ্দীন সুমন চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ৯০ ভোট। সদর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৯৭৮ জন। ৯টি কেন্দ্রে ৫৮ ভাগ ভোটার ভোট প্রয়োগ করেন। এর মধ্যে ৮ হাজার ৬৮৬ ভোট বৈধ ও ৭৬টি বাতিল হয়। মোট কাস্টিং ভোট ৮ হাজার ৭৬২।
মাধবপুর: মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোস্তাক আহমেদ খান চশমা প্রতীক নিয়ে ২ হাজার ৬শ’ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী নেপাল চন্দ্র দাস অটোরিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ২ হাজার ১১৭ ভোট। অপর প্রার্থী আওয়ামী লীগ মনোনীত মোঃ সমছু মিয়া নৌকা প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৮৬৪ ভোট, মোঃ মিজানুর রহমান আনারস প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৭৬৯ ভোট, চৌধুরী ফজলে ইমাম সুজন ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ১ হাজার ৫১৪ ভোট ও কায়সার আহমেদ লাঙ্গল প্রতিক নিয়ে পেয়েছেন ৩৭১ ভোট। মোট ভোটার ১৪ হাজার ১৮৯ জন এর মধ্যে ১০ হাজার ৩২৫ জন ভোট প্রদান করেন। ৯০টি ভোট বাতিল হয়। রাত সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের উপস্থিতিতে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ মনিরুজ্জামান।