নবীগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জের নবীগঞ্জে বোনের বাড়ি বেড়াতে গিয়ে সড়ক দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন বানিয়াচঙ্গের ৪ সন্তানের জননী গৃহবধূ আম্বিয়া বেগম (৪০)। নিহত আম্বিয়া বানিয়াচং উপজেলার কামালখানি ইউনিয়নের হাজরাপাড়া মহল্লার আব্দুল হান্নানের স্ত্রী। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহত আম্বিয়া বেগম ও তার স্বামী আব্দুল হান্নান প্রাইভেট মাইক্রোযোগে বানিয়াচং থেকে বোনের বাড়ি নবীগঞ্জের সাতাইহাল গ্রামে লন্ডন প্রবাসী আজাদ মিয়ার বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হন। দুপুরে মহাসড়কে আজাদ মিয়ার বাড়ির সামনে পৌঁছার পর রাস্তা পারাপারের সময় ঢাকা থেকে সিলেটগামী একটি দ্রুতগতির পান বোঝাই পিকআপ ভ্যান আম্বিয়া বেগমকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। আহত অবস্থায় স্থানীয় লোকজন আম্বিয়া বেগমকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শেরপুর হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ওয়াহিদুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com