নবীগঞ্জ প্রতিনিধি ॥ সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে ছেলেধরা গুজব ছড়িয়ে গণপিটুনিতে হত্যার মাধ্যমে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। এসব গুজবে কান না দিতে স্কুল কলেজের শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার দিনব্যাপী নবীগঞ্জ জে, কে সরকারি মডেল হাইস্কুল, হিরামিয়া গার্লস স্কুল, গন্ধ্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে গণসচেতনতামূলক বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, গণপিটুনিতে হত্যা এবং গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা দন্ডনীয় অপরাধ। আপনারা কেউ আইন নিজের হাতে তুলে নিবেন না। পদ্মা সেতুতে মাথা লাগবে এটি সম্পূর্ণ গুজব। কোথাও কোন অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হলে সাথে সাথে নিকটস্থ থানা, ফাঁড়ি, পুলিশ তদন্তকেন্দ্রে খবর দিয়ে জানাবেন। সবাইকে সোচ্চার হতে হবে। প্রয়োজনে ফ্রি কলে ৯৯৯ এ জানাবেন। তিনি বলেন, একটি বিশেষ মহল ওইসব গুজব ছড়িয়ে তাদের ব্যক্তিগত, রাজনৈতিক ফায়দা হাসিলের অপচেষ্টা করছে। এসব গুজবে কান না দিয়ে সকলকে সচেতন থাকারও আহ্বান জানান ওসি ইকবাল হোসেন।