নবীগঞ্জ প্রতিনিধি ॥ স্বাধীনতার ৪৮ বছর পর নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বানিপাতা গ্রামের ৫৫টি পরিবারের মাঝে গত রবিবার প্রথম বৈদ্যুতিক আলো’র মুখ দেখে গ্রামবাসী খুশিতে আত্মহারা। বিদ্যুত সংযোগ পাওয়ায় গ্রামবাসীর মধ্যে আনন্দ ও খুশির বন্যা বইছে।
গ্রামবাসী জানায়, স্বাধীনতার পর বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাংলাদেশের প্রতিটি ঘরে বিদ্যুত সংযোগের খবর পেয়ে গ্রামবাসী স্থানীয় সংসদ সদস্যের সুপারিশক্রমে নবীগঞ্জ পল্লী বিদ্যুত জোনাল অফিসে সংযোগের জন্য আবেদন করেন। আবেদন করার পর গত ৪ মাস পূর্বে ওই গ্রামের ৫৫টি হিন্দু মুসলমান পরিবারের মিটার স্থাপন করেন পল্লী বিদ্যুত কর্মকর্তারা। রহস্যজনক কারণে বিদ্যুত সংযোগ দেয়নি পল্লী বিদ্যুত নবীগঞ্জ জোনাল অফিস। এই নিয়ে গ্রামবাসী আবার হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য শাহনেওয়াজ মিলাদ গাজীকে বিষয়টি অবগত করলে এমপি’র নির্দেশে নবীগঞ্জ জোনাল অফিসের জিএম এর দিক নির্দেশনায় গত রবিবার ইনাতগঞ্জ ফাঁড়ি পুলিশের উপস্থিতিতে এই বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। বিদ্যুত সংযোগ পাওয়ায় বানিপাতা গ্রামবাসী সংসদ সদস্য আলহাজ্ব শাহনেওয়াজ মিলাদ গাজীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com