স্টাফ রিপোর্টার ॥ ‘নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই প্রতিপাদ্য বিষয়ের উপর হবিগঞ্জে শুরু হয়েছে মশক নিধন ও পরিচ্ছন্নতা সপ্তাহ ২০১৯। এ সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বর্ণাঢ্য র‌্যালি বের হয় জেলা প্রশাসন ও হবিগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে। নিমতলা থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে র‌্যালিটি স্টাফ কোয়ার্টারে এক পথসভায় মিলিত হয়। সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান মিজান, হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী প্রমুখ। বক্তারা পরিচ্ছন্ন ও মশকমুক্ত পরিবেশ নিশ্চিত করতে সামাজিক সচেতনতা সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান। বাসা, বাড়ি, দোকানপাট, অফিস, আদালত সর্বত্র পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে সকলকে আন্তরিকভাবে কাজ করার উপর গুরুত্বারোপ করা হয়। সভার পর আনুষ্ঠানিকভাবে ফগার মেশিন চালু করে মশক নিধন অভিযানের উদ্বোধন করা হয়।