স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’দল লোকের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এতে মহিলাসহ ২০ জন আহত হয়েছে। বুধবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে বাড়ি-ঘর ভাংচুর ও মহিলাদের শ্লীলতাহানি করা হয়।
সূত্র জানায়, ওই গ্রামের কায়েছ চৌধুরীর সাথে জাবেদ আলীর বিরোধ চলে আসছিল। এরই জের ধরে ওই সময় উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। গুরুতর আহত অবস্থায় কায়েছ চৌধুরী, নাজিরা আক্তার, জাবেদ আলী, আকরাম আলী, হাজেরা খাতুন, কুতুব আলী, তোরাব আলী, রুবেল মিয়া, আমীর আলী ও সুমি আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে আহতরা হাসপাতালে চিকিৎসা নিতে এসেও সংঘর্ষে জড়িয়ে পড়ে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com