নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে দ্বিতীয় বারের মতো ‘হজ্ব যাত্রীদের পবিত্র হজ্ব বিষয়ক প্রশিক্ষণ ২০১৯’ অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুলাই মঙ্গলবার সকাল ১১টায় পৌরসভার কনফারেন্স রুমে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা মো. নুরুল হক। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে হযরত মাওলানা আব্দুল মতিন নবীগঞ্জী সাবলীল ভাষায় হজ্ব যাত্রীদের হজ্ব বিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করেন। পৌর সচিব মো. আজম হোসেনের সঞ্চালনায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন হযরত মাওলানা আব্দুল রকিব হক্কানী। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা ছাদিকুল ইসলাম। বক্তৃতা করেন হযরত মাওলানা এমদাদুল হক, হযরত মাওলানা নিয়াজুর রহমান নিজাম, মাওলানা আব্দুল্লাহ আল মামুন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন প্যানেল মেয়র-১ এটিএম সালাম, প্যানেল মেয়র-৩ ফারজানা আক্তার পারুল, সংরক্ষিত কাউন্সিলর মোছা, রোকেয়া বেগম ও সৈয়দা নাসিমা বেগম, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও দৈনিক হবিগঞ্জ সময় সম্পাদক মো. আলাউদ্দিন, ২নং ওয়ার্ড কাউন্সিলর মো. সুন্দর আলী, ১নং ওয়ার্ড কাউন্সিলর মো. জাকির হোসেন, ৬নং ওয়ার্ড কাউন্সিলর জায়েদ চৌধুরী, কবি আফতাব আল মাহমুদ সহ হজ্বযাত্রীবৃন্দ।
উল্লেখ্য, পৌরসভার ১ দিনের হজ্বযাত্রা বিষয়ক এ কর্মসূচিতে ২২ জন হজ্বযাত্রী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে পৌরসভার পক্ষ থেকে হজ্বযাত্রীদের হজ্ব সংশ্লিষ্ট উপকরণাদি উপহার প্রদান করা হয়।