স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও বৃদ্ধির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৯ উদযাপন উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ মোঃ ফরিদুর রহমান মতবিনিমিয় করেন। বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মৎস্য কর্মকর্তা জানান, মাছ চাষে বাংলাদেশ বিশ্বে মধ্যে ৪র্থ। বাংলাদেশে মাছের বার্ষিক চাহিদা ৪০.৫০ লক্ষ মেট্রিক টন। উৎপাদন হচ্ছে ৪১.৩৪ লক্ষ মেট্রিক টন। একজন মানুষের দৈনিক চাহিদা হচ্ছে প্রায় ৬৩ গ্রাম। মাছ চাষে দেশের এ অগ্রগতি ধরে রাখতে হবে। তিনি উপজেলার মৎস্য সম্পদের উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন। সভায় সম্পদ উন্নয়নের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় প্রিন্ট মিডিয়ার স্থানীয় সংবাদকর্মী ও উপজেলা মৎস্য বিভাগের কর্মচারীরা উপস্থিত ছিলেন।