স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৯নং নোয়াপাড়া ইউনিয়নের চেয়ারম্যান সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীর (৬০) আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার রাত পৌণে ৯টায় ঢাকার ডেল্টা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মৃত্যুকালে তিনি স্ত্রী ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তিনি টানা ৭ বার নোয়াপাড়া ইউনিয়ন পরিষদে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। ইউনিয়নবাসীর কাছে তিনি অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
শোক: সৈয়দ আবু নাসিম মোহাম্মদ আলমগীরের মৃত্যুতে হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব সৈয়দ মোঃ ফয়সল ও মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সৈয়দ মোঃ শাহজাহান গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com