মোঃ টিপু মিয়া ॥ হবিগঞ্জ হাইস্কুল এন্ড কলেজ থেকে ৬০ বছরের এক বৃদ্ধকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে উদ্ধারকারী ছাত্রদের অভিযোগ অচেতন লোকটি ৪০ মিনিট জরুরী বিভাগে পড়ে থাকলেও কেউ তার কোন খোঁজ নেয়নি। বুধবার বিকাল ৪টায় ওই অজ্ঞাত বৃদ্ধকে স্কুলের মাঠে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে ৯ম ও ১০ম শ্রেণীর ছাত্র স্বরণ, অর্পি, ইমনসহ কয়েকজন তার মাথায় পানি দেয়। এতেও কাজ না হলেও সদর থানায় খবর দিলে এসআই সাইদুর রহমান ওই ছাত্রদের সহযোগিতায় বৃদ্ধকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।
তবে হাসপাতাল থেকে পুলিশ চলে যাওয়ার পর কোন ডাক্তার তার চিকিৎসা করেননি। সাথে আসা ছাত্ররা হট্টগোল শুরু করলে ৪০ মিনিট পর তার আংশিক চিকিৎসা শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোন পরিচয় পাওয়া যায়নি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com