স্টাফ রিপোর্টার ॥ সস্ত্রীক যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে গেছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এবং সড়ক যোগাযোগ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। বুধবার সকাল ১০টায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেন। সংসদ সদস্যের সাথে রয়েছেন তার সহধর্মিনী আলেয়া জাহির।
আজ ইংল্যান্ডের ইউনিভার্সিটি অব গ্রীনউইচে তার একমাত্র ছেলে ইফাত জামিলের সাথে সমাবর্তন অনুষ্ঠানে অংশ নিবেন এমপি আবু জাহির। এ সময় এমপি পতœী আলেয়া জাহির ও কন্যা আরিফা আক্তার মুক্তি উপস্থিত থাকবেন।
পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম, মানচেস্টার ও ওল্ডহ্যামে বাংলাদেশ আওয়ামী লীগ ও প্রবাসী হবিগঞ্জবাসীদের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন।
এরপর আগামী ২৬ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্য ত্যাগ করবেন। সেখানে মিশিগান এবং নিউইয়র্কে বাংলাদেশ আওয়ামী লীগ এবং প্রবাসী হবিগঞ্জবাসীর বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ১০ আগস্ট তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com