স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহপুর এলাকার টিপরাছড়া ব্রীজের গোড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারকালে ট্রাকসহ মোঃ জজ মিয়া (৪৫) নামে এক ব্যক্তিকে বুধবার রাত সাড়ে ৭টায় আটক করেছে ভ্রাম্যমান আদালত। মোঃ জজ মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের ঘাটুরা এলাকার মৃত অহিদ মিয়া সর্দারের ছেলে। পরে ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিট্রেট মোঃ মতিউর রহমান খাঁন আটক ব্যক্তিকে ১ মাসের কারাদন্ড প্রদান করেন। অভিযান চলাকালে মাধবপুর থানা ও তেলিয়াপাড়া ফাঁড়ি পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com