মোঃ মামুন চৌধুরী ॥ পুলিশের ভূমিকায় সংঘর্ষ থেকে রক্ষা পেয়েছে শায়েস্তাগঞ্জ উপজেলার অলিপুর শিল্প এলাকা। শায়েস্তাগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শিল্প এলাকার অলিপুর বাজারে এক টমটম চালক সুজেল মিয়া নামে এক পথচারির পায়ের উপর গাড়ীর চাকা তুলে দেয়। এতে ওই পথচারি আহত হন। এ নিয়ে রবিবার রাতে দুইদল লোকের মাঝে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয়পক্ষ রণসাজে সজ্জিত হয়ে প্রায় মুখোমুখি হতে যাচ্ছিল। খবর পেয়ে হবিগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামের নেতৃত্বে শায়েস্তাগঞ্জ থানার ওসি মোজাম্মেল হোসেন, ওসি (তদন্ত) আল মামুনসহ একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেন। এ সময় শায়েস্তাগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ গাজীউর রহমান ইমরানসহ নানা শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে উভয় পক্ষকে সংঘর্ষ থেকে নিভৃত করায় অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলামসহ পুলিশের প্রশংসা করেছেন স্থানীয় লোকজন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম বলেন, মনে রাখতে হবে অলিপুর এখন শিল্প এলাকা। এখানে কোটি কোটি টাকার ব্যবসা বাণিজ্য হচ্ছে। পুরো দেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে এ স্থানটির নাম ছড়িয়ে পড়েছে। কাজেই এখানে কোন প্রকার হামলা ও অপ্রীতিকর ঘটনা থেকে সবাইকে বিরত থাকতে হবে।