উত্তম কুমার পাল হিমেল, নবীগঞ্জ থেকে ॥ এশিয়া মহাদেশের বৃহত্তম গ্যাস ফিল্ড নবীগঞ্জের বিবিয়ানায় (সাউথ-প্যাড) বেতন-ভাতা বৈষম্যের প্রতিবাদে ও বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। রবিবার সকাল থেকে কর্মস্থলে না গিয়ে বিবিয়ানার (সাউথ-প্যাড) প্রধান ফটকের বাহিরে অবস্থান নিয়ে তারা এ কর্মবিরতি পালন করেন। দাবি আদায় না হলে বিবিয়ানা গ্যাসক্ষেত্র অচল করে দেয়ার হুশিয়ারি দিয়েছেন কর্মবিরতিতে থাকা শ্রমিকরা। কর্মবিরতির ফলে গ্যাসক্ষেত্রের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।
শ্রমিকদের অভিযোগ, এশিয়া মহাদেশের সর্ববৃহৎ গ্যাস ক্ষেত্র বিবিয়ানা (সাউথ-প্যাডে)। ২০১৮ সালে শ্রমিকদের বেতন ছিল প্রায় ১৫ হাজার টাকা। ২০১৯ সালে টেন্ডারের মাধ্যমে শ্রমিকদের দায়িত্ব পায় শেভরন নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। বর্তমানে সৈয়দ এন্টারপ্রাইজ প্রতিমাসে শ্রমিকদের বেতন প্রদান করে ১০ থেকে ১১ হাজার টাকা। ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ দায়িত্ব পাওয়ার পর থেকে প্রায় ১ বছর যাবত শ্রমিকদের বেতন বৈষম্য করে আসছে। এর প্রতিবাদ করলেই শ্রমিকদের ভাগ্যে জুটে নানা দুর্ভোগ-দুর্দশা। দীর্ঘদিন ধরে বেতন বৃদ্ধির দাবিতে সৈয়দ এন্টারপ্রাইজ বরাবর একাধিকবার লিখিত আবেদন জানিয়েছেন শ্রমিকরা। কিন্তু শ্রমিকদের আবেদনের প্রেক্ষিতে কোনো কর্ণপাত করছেনা ঠিকাদারী প্রতিষ্ঠানটি। সর্বশেষ গত শনিবার বেতন-ভাতা বৃদ্ধি প্রসঙ্গে শ্রমিকদের সাথে আলোচনায় বসার আশ্বাস দিয়েছিল ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ। কিন্তু শ্রমিকদের সাথে আলোচনায় না বসে বেতন বৃদ্ধি করা যাবে না সাফ জানিয়ে দেয় ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের স্বত্ত্ব¡াধিকারী আলী হায়দর আলমগীর। ফলে শ্রমিকদের মাঝে উত্তেজনা দেখা দেয়।
শ্রমিকরা জানান, শেভরন ন্যায্য বেতন-ভাতা দিয়ে আসলেও ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজ শ্রমিকদের ন্যায্য বেতন না দিয়ে শ্রমিকদের সাথে বৈষম্য করে আসছে। এর ফলে রবিবার কর্মস্থলে যোগ না দিয়ে বিবিয়ানার (সাউথ-প্যাড) প্রধান ফটকের বাহিরে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করে শ্রমিকরা।
এ ব্যাপারে শেভরনের নিয়োজিত ঠিকাদারী প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের স্বত্ত্ব¡াধিকারী আলী হায়দর আলমগীরের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, চুক্তিপত্র অনুযায়ী শ্রমিকদের বেতন যা নির্ধারিত করা হয়েছিল সেই আলোকেই আমরা বেতন-ভাতা প্রদান করে যাচ্ছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com