স্টাফ রিপোর্টার ॥ মিশন অব স্টুডেন্ট হবিগঞ্জের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে রবিবার রাতে শহরের ক্রিয়েটিভ কোচিং সেন্টারে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি তাহির আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিপন মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ও এশিয়ান টেলিভিশনের হবিগঞ্জ জেলা প্রতিনিধি এসএম সুরুজ আলী। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মিঠুন ইসলাম, দুলাল মিয়া, মোস্তফা আহমেদ, সাইফুল ইসলাম, সহ-সভাপতি জ্যোতিষ দাস, হাসান মিয়া, সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, দেলোয়ার মিয়া, সাইফুল ইসলাম, আশাদুর রহমান, ওয়াহিদ মিয়া, সাদ্দাম হোসেন, কামরুল আখনজী, তানভীর খান, হৃদয়, মোজাম্মিল আখনজী, ইমরান খান, সমিরণ দাস, সঞ্জয় দাস, তারেক আখনজী, রাব্বী আহমেদ, মোজাম্মিল, রিয়াজ আখনজী, নাঈম মিয়া, তোফাজ্জল, নিলয়, কানন দাস, মিরজাহান আহমেদ, আতাউর রমহান, শোয়েব আহমেদ, আশিক আহমেদ, উস্তার মিয়া, শাহাব উদ্দিন, তানিম খান, জুয়েল ও রাজু মিয়া। আলোচনা সভায় বক্তারা সংগঠনের সাফল্য এবং সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী শফিকুল ইসলাম উজ্জলের দীর্ঘায়ূ কামনা করা হয়। আলোচনা শেষে প্রধান অতিথি সংগঠনের নেতৃবৃন্দকে সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।
উল্লেখ্য, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমেরিকা প্রবাসী শফিকুল ইসলাম উজ্জলের সহযোগিতায় সংগঠনের নেতৃবৃন্দ দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক কর্মকান্ড করে আসছেন। এর মধ্যে উল্লেখযোগ্য গরীব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এলাকার দরিদ্র মেয়েদের বিয়েতে সহযোগিতা।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com