অমর একুশে গ্রন্থমেলায় ঢাকা থেকে প্রকাশিত হতে যাচ্ছে হবিগঞ্জের তরুণ লেখক বরুণ সিকদারের বই ‘কবি হইব’। বইটি লেখক তার স্বর্গীয় বাবা ও মাকে উৎসর্গ করেছেন। স্মরণে স্বর্গীয় সম্পদ দাদা। এটি তার প্রকাশিত প্রথম বই। সমাজ ও বাস্তবিক চেতনাকে নিয়ে তিনি তার লেখাতে ফুঁটিয়ে তুলেছেন। পেশায় তিনি একজন সরকারি চাকুরীজীবী। একধরনের নেশা থেকে তার লেখা-লেখি করা।
বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী নিরঞ্জণ মন্ডল। চৈতন্য প্রকাশনি থেকে বইটি প্রকাশ হচ্ছে। পাওয়া যাবে ঢাকা বই মেলা ২৫০-২৫১ নং স্টলে। এছাড়াও হবিগঞ্জ শাহজালাল লাইব্রেরী থেকেও সংগ্রহ করা যাবে। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com