চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলার ৪ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থী এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে। ৭টি স্কুল ও ২টি মাদ্রাসা ও ১টি ভোকেশনাল কেন্দ্রে একযোগে পরীক্ষা শুরু হবে। ৪ হাজার ৬৮৪ জন পরীক্ষার্থীর মধ্য মাদ্রাসা শিক্ষা থেকে ১ হাজার ১৪ জন, স্কুল থেকে ৩ হাজার ৫৮৮ জন, ভোকোশনাল থেকে ৮২ জন। ৯টি কেন্দ্র হল- রাজার বাজার সরকারি উচ্চ বিদ্যালয়, শাকির মোহাম্মদ, গাজীপুর স্কুল এন্ড কলেজ, ডিসিপি হাই স্কুল, অগ্রণী উচ্চ বিদ্যালয়, পঞ্চাশ স্কুল এন্ড কলেজ, সাবিহা চৌধুরী উচ্চ বিদ্যালয়। মাদ্রাসার ২টি কেন্দ্র হল আদমপুর গাউছিয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসা ও হাজী আলিমউল্লাহ আলিম মাদ্রাসা।
শিক্ষা অফিসার শামসুল হক জানান, সুষ্টু ও সুন্দরভাবে পরীক্ষা সম্পন্ন করতে জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রত্যক শিক্ষার্থী যেন পরীক্ষার ৩০ মিনিট আগে আসে তার জন্য কেন্দ্র সচিবকে নির্দেশ দেয়া হয়েছে। পরীক্ষার কেন্দ্রে নির্ধারিত ম্যাজিস্ট্রেট ছাড়া কেউই কোনো ধরনের অননুমোদিত ইলেক্ট্রনিক ডিভাইস বা মোবাইল ব্যবহার করতে পারবেন না।