বাহুবলে মাটির গাড়ি আটকের জের ॥ দোকান খুলতে বাধা

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সরকারি রাস্তা দিয়ে ইটভাটার মাটিবাহী ট্রাক্টর চলাচলে বাঁধা দেয়ার জের ধরে মিরপুর বাজারে দোকানপাট খুলতে বাধা দেয়ার জের ধরে উত্তেজনা বিরাজ করছে। গতকাল রবিবার দুপুরে গ্রামবাসী ও ইটভাটা মালিকের লোকদের মাঝে উত্তেজনা দেখা দিলে পুলিশ প্রশাসনের তড়িৎ পদক্ষেপে বড় ধরনের সংঘর্ষ থেকে রক্ষা পায় মিরপুর এলাকাবাসী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চলতি ইট পুড়ানো মৌসুমে কৃষি জমি থেকে মাটি ক্রয় ও পরিবহন নিষিদ্ধ রয়েছে। এরপরও কতিপয় ইটভাটা মালিক উপজেলা ভূমি অফিসের অসাধু ব্যক্তিদের ম্যানেজ করে কৃষি জমি থেকে ট্রাক্টরযোগে মাটি পরিবহন করছে। এতে জনচলাচলের সরকারি রাস্তা ক্ষতিগ্রস্থ হচ্ছে। বাহুবল উপজেলার মিরপুর ও ভাদেশ্বর ইউনিয়নের কয়েকটি রাস্তা এসব মাটিবাহী ট্রাক্টর চলাচলের কারণে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থী ছাড়াও সাধারণ মানুষের যাতায়াতে ব্যাঘাত সৃষ্টি হয়। এ প্রেক্ষিতে শনিবার বিকালে পূর্ব জয়পুর গ্রামের ভুক্তভোগি লোকজন সামিন ব্রিকস নামের একটি ইটভাটার মাটিবাহী ট্রাক্টর চলাচলে নিষেধ করেন। এর জের ধরে রবিবার সকাল ১১টার দিকে ওই ইটভাটা মালিকের লোকজন মিরপুর বাজারে পূর্ব জয়পুর গ্রামের ওয়াহিদ মিয়ার আইসিটি জোন ও তামিম ইলেক্ট্রনিক দোকান খুলতে বাধা দেন। এ খবর ছড়িয়ে পড়লে পূর্ব জয়পুর ও পশ্চিম জয়পুর গ্রামের লোকজন সংঘর্ষের প্রস্তুতি নেয়। এলাকায় এমন উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হলে পুরাতন ঢাকা সিলেট মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে বাহুবল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী ও বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান একদল পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনেন। এতে দুই গ্রামবাসী ভয়াবহ সংঘর্ষ থেকে মুক্তি পায়।