মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ জেলা কারাগারে গোলাপ মিয়া (৪০) নামে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদীয় মৃত্যু হয়েছে। চিকিৎসা অবহেলায় তার মৃত্যুর অভিযোগ এনেছেন নিহতের পরিবার। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ কারাগারের জেলার জয়নাল আবেদীন ভূইয়া।
তিনি বলেন, বেশ কয়েকদিন ধরেই গোলাপ মিয়া শ্বাসকষ্টে ভুগছিলেন। শনিবার দুপুরে তিনি অসুস্থ হলে তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা করানো হয়। রাতে আবারও তিনি অসুস্থ হয়ে পড়লে কারাগার কর্তৃপক্ষ তাকে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে সকালে হবিগঞ্জ সদর থানার এসআই মোঃ জহির লাশে সুরতহাল রিপোর্ট তৈরি করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেন। বিকালে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারে কাছে হস্তান্তর করা হয়। নিহত গোলাপ মিয়া বানিয়াচঙ্গ উপজেলার সৈয়দপুর গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে।
গোলাপ মিয়ার ভাই ইউপি সদস্য শফিকুল ইসলাম জানান, জেল কর্তৃপক্ষ তার ভাইকে যদি সঠিক সময়ে চিকিৎসা দিত তাহলে হয়তো তার ভাই বেঁচে যেতো।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com