নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার সড়ক মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ইটভাটাগুলোর শতাধিক রেজিস্ট্রেশন বিহীন মাটি ও ইট বহনকারী ট্রাক্টর। ফলে ধুলোবালি ও মারাত্মক শব্দ দূষণে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হাসপাতাল, ব্যাংক, বীমা অফিস, মাদ্রাসা, মসজিদ, খাবারের হোটেল, বাসা-বাড়ি সহ ব্যবসা প্রতিষ্ঠানকে। এদিকে অনভিজ্ঞ চালক ও লক্কর ঝক্কর যান দিয়ে মাটি বহন করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনার কবলে পড়ে ক্ষতিগ্রস্থ হচ্ছেন সাধারণ মানুষসহ উপজেলার রাস্তাঘাট। অপরদিকে ভোর থেকে গভীর রাত পর্যন্ত প্রায় শতাধিক ট্রাক্টর বিকট শব্দে ও বেপরোয়া গতিতে চলাচলের কারণে দুর্ভোগ পোহাচ্ছেন রাস্তায় চলাচলকারী পথচারীরা। তারা এ ব্যাপারে ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com