চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট ১০ বছরের এক অবুঝ শিশু অপহরণের অভিযোগ উঠেছে। এ ব্যাপারে অপহৃত শিশুর মা মিনারা বেগম বাদী হয়ে হবিগঞ্জ আদালতে মামলা দায়ের করেছেন।
জানা যায়, চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়নের রতনপুর গ্রামের মৃত মানিক মিয়ার ছেলে তোফাজ্জলকে (১০) গত শনিবার সন্ধ্যায় স্থানীয় বাজারে ঔষধ কেনার জন্য পাঠালে সে আর বাড়িতে ফিরে আসেনি। অপহৃত শিশুর মা মিনারা বেগম জানান, আমি অসুস্থ থাকায় শনিবার সন্ধ্যায় আমার ছেলেকে স্থানীয় বাজার থেকে ঔষধ আনার জন্য পাঠানোর পর সে আর বাড়ি ফিরে আসেনি। সারারাত আমার ছেলেকে সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও না পেয়ে রবিবার হবিগঞ্জ কোর্টে ৯ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছি।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com