বানিয়াচঙ্গ উপজেলার সুবিদপুর ইউনিয়নের খান বাহাদুর এহিয়া উচ্চ বিদ্যালয় আতুকুড়ার বার্ষিক মিলাদ মাহফিল, নতুন ছাত্রছাত্রীদের বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। শনিবার দুপুরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের দাতা সদস্য মোঃ সিরাজুল ইসলাম খানের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক শেখ আব্দুল্লাহ মিয়ার পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট মুরুব্বী রমজান আলী, মঙ্গল চৌধুরী, আবু বকর খান, ইউসুফ আলী, নজরুল ইসলাম, কাজল আখনজী, সামছুল হক আখনজী, এনামুল হক আখনজী, এসএম সুরুজ আলী, বিদ্যালয়ের শিক্ষক সুফল চৌধুরী, শিক্ষিকা রোজিনা আক্তার প্রমূখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ধর্ম শিক্ষক সফিকুল ইসলাম। অনুষ্ঠান শেষে নতুন ছাত্রছাত্রীদের ফুল দিয়ে বরণ এবং বিদায়ী ছাত্রছাত্রীদের মধ্যে পরীক্ষার উপকরণ বিতরণ করা হয়। সব শেষে বার্ষিক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com