স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে প্রাইম ব্যাংক বঙ্গবন্ধু জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০১৯-২০২০ এর উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অমিতাভ পরাগ তালুকদার। হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার স্কুল ক্রিকেট কমিটির আহবায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুজ্জামান হিরাজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক অরুনাংশু কুমার দাশ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন কলি, অতিরিক্ত সাধারণ সম্পাদক মোঃ বদরুল আলম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস সম্পাদক ফজলুর রহমান, ব্যাংকার্স এসোসিয়েশন হবিগঞ্জের সভাপতি ও সোনালী ব্যাংক হবিগঞ্জ প্রধান শাখার ব্যবস্থাপক টিএম সেলিম সিদ্দিকী, ব্যাংকার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ।
উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ হুমায়ুন কবীর চৌধুরী সাহেদ, সদস্য আব্দুল মোতালিব মমরাজ, হুমায়ুন খান, মঈন উদ্দিন তালুকদার সাচ্চু, অ্যাডভোকেট বিভুৎসু চক্রবর্তী, এনএম ফজলে রাব্বী রাসেল, মোঃ আসাদুজ্জামান, ফেরদৌস আহমেদ, প্রাইম ব্যাংক হবিগঞ্জ শাখার ব্যবস্থাপক (অপারেশন) তনয় কান্তি রায়, মধুসূধন দাশ, কাজী ফরহাদ আহমেদ অপু, বীর মুক্তিযোদ্ধ মোঃ আব্দুর রহমান প্রমূখ।
উদ্বোধনী খেলায় জেকে এন্ড এইচকে হাই স্কুল এন্ড কলেজ ৬ রানে উচাইল আদর্শ উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে। অল রাউন্ড নৈপুন্যের জন্য বিজয়ী জেকে এন্ড এইচকে হাইস্কুলের সৌরভ রহমান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। টুর্নামেন্টে হবিগঞ্জ জেলার ৮টি স্কুল নিয়ে দুই গ্রুপে লীগ পদ্ধতিতে এ খেলা অনুষ্ঠিত হচ্ছে। দু’গ্রুপের শীর্ষ দু’টি দল চ্যাম্পিয়নশীপের জন্য ফাইনালে মোকাবেলা করবে। দলগুলো হলো হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ, অ্যাডভোকেট আবু জাহির উচ্চ বিদ্যালয়, রিচি উচ্চ বিদ্যালয়, আইডিয়াল হাই স্কুল ও নুরপুর আদর্শ উচ্চ বিদ্যালয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com