হবিগঞ্জের মুখ রিপোর্ট ॥ করোনা ভাইরাসের ধকল সামলাতে যেখানে চীন হিমশিম খাচ্ছে সেখানে এবার মড়ার উপর খরার ঘা হয়ে দেখা দিয়েছে বার্ড ফ্লু। চীনের হুনান প্রদেশে এবার দেখা দিয়েছে এইচ৫এন১ বার্ড ফ্লুর প্রাদুর্ভাব। শনিবার এ বিষয়টি নিশ্চিত করেছে দেশটির কৃষি ও পল্লী বিষয়ক মন্ত্রণালয়। তারা বলেছে, দক্ষিণাঞ্চলীয় হুনান প্রদেশের শাওইয়াং শহরে একটি খামারে উচ্চ মাত্রায় এই ফ্লু দেখা দিয়েছে। খামারটিতে মোট ৭ হাজার ৮৫০টি মোরগ-মুরগি ছিল। এরই মধ্যে এই বার্ড ফ্লুতে মারা গেছে ৪ হাজার ৫০০। ফ্লুর প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ বিভিন্ন খামারের ১৭ হাজার ৮২৮টি মোরগ-মুরগি মেরে ফেলেছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com