এসএম সুরুজ আলী ॥ সারা দেশের ন্যায় আজ সোমবার থেকে হবিগঞ্জে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। রুটিন অনুযায়ী আজ দেশব্যাপী একযোগে সকাল ১০টা থেকে বাংলা প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার হবিগঞ্জে এসএসসি পরীক্ষায় ৩২টি কেন্দ্রে ২৫ হাজার ২৬ জন পরীক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। আবার মাদ্রায় শিক্ষার দাখিলে হবিগঞ্জের ১০টি কেন্দ্রে ৩ হাজার ৪০৬ পরীক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। ভোকেশনাল পরীক্ষায় জেলার ৫টি কেন্দ্রে ৭৪০ জন পরীক্ষার্থী অংশ নেবে। এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ৩টি কেন্দ্রে ৪ হাজার ১৩০, চুনারুঘাট উপজেলার ৭টি কেন্দ্রে ৩ হাজার ৫৮৮, বানিয়াচং উপজেলার ৫ কেন্দ্রে ২ হাজার ৬৫৩, মাধবপুর উপজেলার ৫ কেন্দ্রে ৩ হাজার ৯৫৫, নবীগঞ্জ উপজেলার ৪ কেন্দ্রে ৪ হাজার ২৪৩, বাহুবল উপজেলার ২ কেন্দ্রে ১ হাজার ৯৩৪, লাখাই উপজেলার ২ কেন্দ্রে ১ হাজার ৪৮৪, আজমিরীগঞ্জ উপজেলার ৩ কেন্দ্রে ১ হাজার ৬২৪ ও শায়েস্তাগঞ্জ উপজেলার ১ কেন্দ্রে ৪১৫ জন। মাদ্রাসার দাখিল পরীক্ষায় হবিগঞ্জ সদর উপজেলার ১ কেন্দ্রে ৬৫৫, চুনারুঘাট উপজেলার ২ কেন্দ্রে ১ হাজার ১৪, বানিয়াচং উপজেলার ১ কেন্দ্রে ২৩৮, মাধবপুর উপজেলার ১ কেন্দ্রে ২৯৬, নবীগঞ্জ উপজেলার ২ কেন্দ্রে ৭২১, বাহুবল উপজেলার ১ কেন্দ্রে ২৫৪, লাখাই উপজেলার ১ কেন্দ্রে ৮৬, আজমিরীগঞ্জ উপজেলার ১ কেন্দ্রে ৫৬ ও শায়েস্তাগঞ্জ উপজেলায় ৮৬ জন। তবে শায়েস্তাগঞ্জ উপজেলার কেন্দ্রের সংখ্যা উল্লেখ্য করা হয়নি। ভোকেশনালে হবিগঞ্জ সদর উপজেলার ১ কেন্দ্রে ৪৬৮, চুনারুঘাটের ১ কেন্দ্রে ৮২, বানিয়াচঙ্গের ১ কেন্দ্রে ৯৬, মাধবপুরের ১ কেন্দ্রে ৬৬ ও হবিগঞ্জের ১ কেন্দ্রে ২৮ জন পরীক্ষার্থী অংশ নেবে। জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ এ তথ্য নিশ্চিত করে বলেন, পরীক্ষা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য সকল ধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। আশাকরি অন্যান্য বছরের ন্যায় এবারও এসএসসি ও দাখিল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com