২০১৮-২০১৯ অর্থবছরে জেলার সর্বোচ্চ আয়কর পরিশোধকারী হিসেবে হবিগঞ্জ শহরের বাণিজ্যিক এলাকার মেসার্স শরীফ স্টোরের স্বত্ত্বাধিকারী মোঃ শফিকুল ইসলামের স্ত্রী সাইদাতুন্নিছা ও বড় ছেলে মোঃ আহছান কবীর তানজীমকে ক্রেস্ট ও সম্মাননা স্মারক প্রদান করেছে জাতীয় রাজস্ব বোর্ড। প্রথমবারের মতো তাঁরা এ সম্মাননা অর্জন করেন। জাতীয় আয়কর সপ্তাহ-২০১৯ উপলক্ষে গত ১৩ নভেম্বর মঙ্গলবার সকালে সিলেট শহরের মোহাম্মদ আলী জিমনেসিয়াম অডিটরিয়ামে আয়োজিত সর্বোচ্চ ও দীর্ঘ সময় আয়কর প্রদানকারী করদাতাদের সম্মাননা ও সনদ প্রদান অনুষ্ঠানে তাঁদেরকে এ ক্রেস্ট ও সম্মাননাপত্র প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার মোঃ মোস্তাফিজুর রহমান পিএএ, সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান বিপিএম (বার), সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া বিপিএম, সিলেট কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার গোলাম মোঃ মুনির, সিলেটের চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট এটিএম শোয়েব ও সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি মোঃ আবুল ফজল। প্রেস বিজ্ঞপ্তি
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com