স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে আমন সংগ্রহ কার্যক্রম ও খাদ্যবান্ধব কর্মসূচি নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ও খাদ্য বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সিলেটের সাবেক বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক অমিতাভ পরাগ তালুকদার, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক তমিজ উদ্দিন, জেলা খাদ্য কর্মকর্তা আব্দুস সালামসহ কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তা, রাইসমিল মালিক, আড়ৎদার, কৃষকসহ সরকারী কর্মকর্তাবৃন্দ।
সভায় বক্তারা আমন ধান সংগ্রহে বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বক্তারা ধান সংগ্রহের তালিকা তৈরিতে সমস্যা, ধান শুকানোর সমস্যাসহ বিভিন্ন সমস্যা তুলে ধরেন।
প্রধান অতিথি ড. মোছাম্মৎ নাজমানারা খানম সভায় সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং সকল সমস্যা পর্যায়ক্রমে সমাধানের আশ^াস দেন। এ ব্যাপারে তিনি সরকারের গৃহিত বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com