নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আলহাজ্ব জাবেদ আলী গতকাল বুধবার সকাল সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। তিনি স্ত্রী ৫ পুত্র ৪ কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে গেছেন। বুধবার বিকেল সাড়ে ৫টায় জানাজার নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজে হাজার হাজার মুসল্লী অংশগ্রহণ করেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি, সাবেক সংসদ সদস্য শেখ সুজাত মিয়া, সাবেক সংসদ সদস্য আব্দুল মুনিম চৌধুরী বাবু, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান ফজলুল হক চৌধুরী সেলিম, চেয়ারম্যান সমিতির সভাপতি ইজাজুর রহমান, গজনাইপুর ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুর রহমান মুকুল, সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, বাউশা ইউপি চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক, করগাঁও ইউপি চেয়ারম্যান মোঃ ছাইম উদ্দিন, জেলা পরিষদের সদস্য সুলতান মাহমুদ, আব্দুল মতিন আছাব, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভপাতি এম এ আহমদ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সরোয়ার শিকদার, আলমগীর মিয়া, ছনি চৌধুরী প্রমুখ।
এমপি মিলাদ গাজীসহ বিভিন্ন মহলের শোক
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com