মোহাম্মদ শাহ্ আলম ॥ হবিগঞ্জ পৌর বাস টার্মিনালে টমটম উল্টে পথচারীসহ ১০ জন আহত হয়েছে। গুরুতর আহতদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, শহরের মোহনপুর এলাকা থেকে একটি টমটম যাত্রী নিয়ে বাণিজ্য মেলায় যাচ্ছিল। হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে টমটমটি উল্টে যায়। এতে পথচারীসহ ১০ জন আহত হয়। গুরুতর আহত অবস্থায় আয়েশা বেগম (৫৪), সোনিয়া আক্তার, (২৫), দুলাল মিয়া, শান্ত মিয়া ও সাইফুল ইসলামকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহত অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com