সুমন আহমেদ বিজয়, লাখাই থেকে ॥ ‘সোনার বাংলায় মুজিব বর্ষে, সমাজ কল্যাণ এগিয়ে চলে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে লাখাইয়ে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস ২০২০। বৃহস্পতিবার দিবসটি উপলক্ষে লাখাই উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা প্রশাসনিক চত্বর থেকে বের হয় র্যালি। র্যালিটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিলিত হয় আলোচনা সভায়। র্যালি শেষে বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ শাহীনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সঞ্চিতা কর্মকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আমিরুল ইসলাম আলম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া বেগম।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com