চুনারুঘাট প্রতিনিধি ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লস্কর। উপজেলা নির্বাহী কর্মকর্তা সত্যজিত রায় দাশের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আবু তাহের, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান মহালদার, পৌর মেয়র নাজিম উদ্দিন, ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ, শামসুজ্জামান শামীম, সবুজ তরফদার. কাউসার বাহার, রমিজ উদ্দিন, গাজীপুর স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আবু নাসের, কৃষি কর্মকর্তা জালাল উদ্দিন সরকার, শিক্ষা কর্মকর্তা মাসুদ রানা, সমাজসেবা কর্মকর্তা বারিন্দ্র রায়, প্রধান শিক্ষক পংকজ নাহা, সুজিত দেব, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ প্রমূখ।
সভায় আগামী ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের দিন মুজিববর্ষ ক্ষণগণনা শুরু হবে। ওইদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে ক্ষণগননা ঘড়ি স্থাপন, আলোচনা সভা, বঙ্গবন্ধুর উপর আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com