স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার দক্ষিণ রাণীগাঁওয়ে রাতের আধারে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর সোহেল মিয়াকে (৩০) গ্রেফতার করা হয়েছে। আটক সোহেল মিয়া ওই গ্রামের মৃত আব্দুল মালেকের পুত্র।
সূত্র জানায়, একই গ্রামের মৃত চেরাগ আলীর কন্যা লিমা আক্তারের (২৩) সাথে প্রায় ২ বছর আগে সোহেলের বড় ভাই প্রবাসী রুহেলের বিয়ে হয়। বিয়ের পর তাদের দিন খুব ভালই কাটছিল। সম্প্রতি স্বামী-স্ত্রীর মধ্যে মনোমলিন্য সৃষ্টি হলে বিবাহ বিচ্ছেদ হয়। এদিকে, স্বামীর সাথে বিবাহ বিচ্ছেদের পর দেবর সোহেল মিয়ার সাথে লিমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত বুধবার রাতে প্রতিদিনের মত লিমার ঘরে সোহেল গেলে পূর্ব থেকে ওৎ পেতে থাকা স্থানীয় লোকজন তাদেরকে আটক করে পুলিশে খবর দেয়। এসআই আব্দুল মোত্তালিব ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে চুনারুঘাট থানায় নিয়ে যান। পরে বিষয়টির সমাধান না হওয়ার গতকাল বৃহস্পতিবার লিমা ধর্ষণের অভিযোগ এনে সোহেলের উপর মামলা দায়ের করে। এ ব্যাপারে চুনারুঘাট থানার ওসি শেখ নাজমুল হক জানান, মামলার প্রেক্ষিতে সোহেলকে আদালতে প্রেরণ করা হয়েছে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com