মোঃ মামুন চৌধুরী ॥ ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়বো’ এই প্রতিপাদ্য সামনে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকীতে জেলার শায়েস্তাগঞ্জে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এক র্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে আলোচনা সভায় মিলিত হয়।
শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুমী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল। বিশেষ অতিথি ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আবু সিরাজ মোঃ মুনিারুল ইসলাম, বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, এসআই মুকিদুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মঈনুল হাসান রতন, প্রভাষক তাফহিমুল ইসলাম চৌধুরী।
সভায় বক্তারা বলেন- মাদক সমাজকে ধ্বংস করে দেয়। যার কারণে পরিবার, সমাজ ও দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com