স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সুনেশ^র গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুপক্ষের সংঘর্ষে মহিলাসহ ৫ জন আহত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় কাউছার মিয়া, জয় ফুল বানু, আরজান মিয়া, নয়ন মিয়াকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা জানান, ওই গ্রামের মৃত ইদন মিয়ার পুত্র আলী রাজার সাথে কাজল মিয়ার পুত্র কাউছার মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জের ধরে গতকাল ওই সময় আলী রাজা ও তার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাউছার মিয়ার বাড়িতে হামলা-ভাংচুর লুটপাট চালায়। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পরে স্থানীয় লোকজন পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। লাখাই থানার ওসি সাইদুর রহমান জানান, পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com