স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ প্রেসক্লাবের নয়া কমিটির নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণ করেছেন। বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন বর্তমান সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহিরের নিকট দায়িত্ব অর্পন করেন। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বর্তমান সভাপতি মোঃ ইসমাঈল হোসেন, বিদায়ী কমিটির সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি অ্যাডভোকেট সফিকুর রহমান চৌধুরী, মোঃ ফজলুর রহমান, বর্তমান সহ-সভাপতি মঈন উদ্দিন আহমেদ টিপু, কোষাধ্যক্ষ শরীফ চৌধুরী, কার্যনিবাহী কমিটির সদস্য আলমগীর খান, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, আজকের হবিগঞ্জ পত্রিকার বার্তা সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, সাংবাদিক ফয়সল চৌধুরী প্রমুখ।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com