স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার জারুলিয়া এলাকার দরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন হবিগঞ্জের সিনিয়র আইনজীবী ও বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অ্যাডভোকেট আবুল খায়ের ও তার পরিবার। বৃহস্পতিবার বিকেলে জারুলিয়ার হাজীসাহেব বাড়িতে এক অনুষ্ঠানের মাধ্যমে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন দেউন্দি টি কোম্পানীর উপ-ব্যবস্থাপক ফরহাদ হোসেন, ফিনলে টি কোম্পানীর সহকারী ব্যবস্থাপক এবিএম আশরাফুল হক, হাসনাইন আব্দুল্লাহ নিহাল ও আনতারা লাবিবা।
অনুষ্ঠানে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে অ্যাডভোকেট আবুল খায়ের বলেন, আমার পিতা মরহুম আবুল হোসেন এই এলাকার মানুষকে ভালবাসতেন। তিনি এলাকার শিক্ষা ও ধর্মীয় উন্নয়নে কাজ করেছেন। সব সময় দরিদ্র লোকজনের পাশে থেকেছেন। আমরা তার সন্তান এবং উত্তরাধিকাররা তার দেখানো পথেই প্রতি বছর আপনাদের পাশে থাকি। আমরা সব সময় এলাকার দরিদ্র মানুষের কল্যাণে কাজ করতে চাই।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com