দর্শক মাতাবেন সংগীত শিল্পী কিরণ চন্দ্র রায় ও চন্দমা মজুমদার

হবিগঞ্জ শহরের কালীবাড়িতে শুরু হয়েছে ২ দিন ব্যাপী যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ জন্ম মহোৎসব। এতে বৃহস্পতিবার ১ম দিনে জেলার বিভিন্ন স্থান থেকে আসা ভক্তবৃন্দ ও এলাকাবাসীর ঢল নামে। বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে মহোৎসবের ১ম দিন উদযাপন করে উৎসব উদযাপন কমিটি। আজ শুক্রবার মহোৎসবের ২য় দিনে আসছেন দেশবরেণ্য জাতীয় শিল্পী কিরন চন্দ্র রায় ও চন্দনা মজুমদার। রাত ৮ টায় শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে ওই গুণী শিল্পীরা গানে গানে দর্শক মাতাবেন। এছাড়াও আজ শুক্রবার ভোর ৬টা ৩২ মিনিটে প্রাতকালীন বিনীত প্রার্থনা, সকাল ৮টায় বর্ণাঢ্য শোভযাত্রা উদ্বোধন করবেন হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির। এরপর সকাল ১০টায় শুরু হবে চিত্রাংকন প্রতিযোগিতা, সাড়ে ১০টায় ঠাকুরের ভোগরাগ, ১১টায় মাতৃ সম্মেলন, সাড়ে ১২টায় ঠাকুরের লীলা কীর্ত্তন, ২টা থেকে মহাপ্রসাদ বিতরণ, বিকেল সাড়ে ৫টায় সান্ধ্যকালীন বিনীত প্রার্থনা, সন্ধ্যা ৬টায় ধর্মসভা অনুষ্ঠিত হবে।
এ ব্যাপারে উৎসব উদযাপন কমিটির সভাপতি সুনীল চন্দ্র দাশ ও সাধারণ সম্পাদক লায়ন অ্যাডভোকেট অর্জুন চন্দ্র রায় জানান, প্রতি বছরই জাকজমকপূর্ণভাবে বিভিন্ন কর্মসূচির পালনের মধ্যে দিয়ে যুগ পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের ১৩২ জন্ম মহোৎসব উদযাপন করা হয়। এবারও বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে ২ দিনব্যাপী মহোৎসব পালন করা হবে। এতে মহোৎসবের ১ম দিনে হাজার হাজার ভক্তবৃন্দের সমাগম হয়। বিজ্ঞপ্তি