স্টাফ রিপোর্টার, মাধবপুর থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের জালালাবাদ গ্যাস অফিস এলাকায় বৃহস্পতিবার সকালে মাইক্রোবাসের চাপায় মোটরসাইকেল আরোহী সুমন মিয়া (৫০) নিহত হয়েছে। তিনি জগদীশপুর ইউনিয়নের বড়ধূলিয়া গ্রামের ইয়াকুব আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়- বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উল্লেখিত এলাকায় একটি মাইক্রোবাস মোটর সাইকেলটিকে চাপা দিলে এর আরোহী সুমন মিয়া গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সিলেট যাওয়ার পথে রাস্তায় সুমন মিয়া মারা যান।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com