স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচঙ্গ উপজেলার উত্তর সাঙ্গর গ্রামে পুলিশের উপর হামলায় ঘটনায় ইউপি মেম্বার আলাউদ্দিনসহ ৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিমের নেতৃত্বে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন সামন্তসহ একদল পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত অন্যরা হলো- একই গ্রামের কামাল মিয়া, শাহীন মিয়া, শাহবীর, ছানু মিয়া, জামাল মিয়া, আক্তার মিয়া ও নুরু মিয়া।
পুলিশ ও বিভিন্ন সূত্র জানায়, মঙ্গলবার রাতে উত্তর সাঙ্গর গ্রামের গুরুগৃহ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংলগ্ন খালি জায়গার মধ্যে বাউল ও জুয়া খেলার আসর বসে। বাউল গানের নামে জুয়া ও অসামাজিক কার্যকলাপ চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযান চালায়। এ সময় বিক্ষুব্ধ হয়ে মেম্বার আলাউদ্দিনসহ গ্রেফতারকৃত অন্যান্যরা পুলিশের উপর হামলায় চালায়। হামলায় ৩ পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় বানিয়াচং থানায় পুলিশ বাদী হয়ে অর্ধশতাধিক লোককে আসামী করে পুলিশ এসল্ট মামলা দায়ের করে। এ প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ সূত্র জানায়, গ্রেফতারকৃত আলাউদ্দিন মেম্বারের নেতৃত্বে দীর্ঘদিন ধরে এলাকায় জুয়া, মাদকসহ বিভিন্ন অসামাজিক কার্যকলাপ চলে আসছে। তার যন্ত্রণায় এলাকার মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। তার দ্বারা এলাকায় গ্রাম্য দাঙ্গাও হচ্ছে।
এ ব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন সামন্ত জানান, মঙ্গলবার উত্তর সাঙ্গর গ্রামে গানের আসরে ডাকাতি মামলার আসামী রয়েছে মর্মে খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশ সেখানে গিয়ে দেখে জুয়াসহ অসামাজিক কর্মকান্ড চলছে। এক পর্যায়ে পুলিশ সেগুলো বন্ধ করার চেষ্টা করলে আলাউদ্দিন মেম্বারসহ গ্রেফতারকৃতরা পুলিশের উপর অতর্কিত হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য আহত হয়। আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।