হবিগঞ্জে পালিত হয়েছে বেগম রোকেয়া দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। তৃতীয় নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ সেক্টর প্রকল্প, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহযোগিতায় এক কর্মসূচির আয়োজন করে হবিগঞ্জ পৌরসভা। বর্ণাঢ্য এ ষান্মাসিক র‌্যালিতে অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক সংগঠন ও এনজিও কর্মীবৃন্দ। র‌্যালিতে অংশগ্রহণ করেন হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান মিজান, পৌরকাউন্সিলর মোঃ আলমগীর, শেখ মোঃ উম্মেদ আলী শামীম, পিয়ারা বেগম, খালেদা জুয়েল, অর্পনা পালসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ। র‌্যালিতে সিডিসিসহ বিভিন্ন সংগঠনে নারীরা অংশগ্রহণ করে। তারা সচেতনতা মুলক ফেস্টুন বহন করে। ফেস্টুনগুলোতে শ্লোগান ছিল, ‘নারী ভূমিকার স্বীকৃতি দিন’, ‘নারীর প্রতি বৈষম্য, পরিবার, সমাজ ও জাতীয় উন্নয়নের অন্তরায়’, শিক্ষিত মা, শিক্ষিত সন্তান, শিক্ষিত জাতি’ ইত্যাদি। ষান্মাসিক র‌্যালিটি হবিগঞ্জের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পৌরভবনে গিয়ে শেষ হয়। এর আগে পৌরভবনের সভাকক্ষে রোকেয়া দিবসের এক সভায় বক্তব্য রাখেন মেয়র মিজানুর রহমান মিজান। মেয়র বলেন, বেগম রোকেয়া নারী জাগরণের জন্য যে ত্যাগ স্বীকার করে গেছেন, সমাজ আজ তার সুফল ভোগ করছে। তিনি বলেন বর্তমানে দেশের বিভিন্ন স্তরে নারীরা দেশ, সমাজ ও রাষ্ট্রের জন্য অসামান্য ভূমিকা রাখছেন। প্রেস বিজ্ঞপ্তি