স্টাফ রিপোর্টার ॥ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও টানা ৩ বারের নির্বাচিত হবিগঞ্জ পৌরসভার পদত্যাগকারী মেয়র আলহাজ্ব জি কে গউছ বলেছেন- আওয়ামী লীগ দেশে একদলীয় শাসন কায়েম করতেই পরিকল্পিতভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে কারাবন্দি করেছে। তিনি ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী হওয়া স্বত্বেও তাকে ন্যূনতম আইনগত সুযোগ দেয়া হচ্ছে না। বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাই আর ঘরে বসে থাকার সুযোগ নেই। দুর্বার আন্দোলনের মাধ্যমেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। খালেদা জিয়ার মুক্তি হলেই আওযামীলীগের পতন নিশ্চিত হবে, দেশে গণতন্ত্র ফিরে আসবে, মানুষ তাদের ভোটাধিকার ফিরে পাবে। তিনি গতকাল বিকালে লাখাই উপজেলার ৫নং করাব ইউনিয়ন বিএনপির সম্মেলনে এসব কথা বলেন।
ইউনিয়ন বিএনপির আহবায়ক অলিউর রহমান অলির সভাপতিত্বে ও প্রধান নির্বাচন কমিশনার আব্দুল মোতালিব খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান চৌধুরী ও অ্যাডভোকেট হাজী নুরুল ইসলাম, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম বজলুর রহমান, হবিগঞ্জ সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুর রহমান কাজল, লাখাই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল, জেলা যুবদলের সভাপতি মিয়া মোঃ ইলিয়াছ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সৈয়দ মুশফিক আহমেদ, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুর রহমান সেতু, জেলা শ্রমিক দলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসেল এ চৌধুরী, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট শামছুল ইসলাম, জেলা যুবদল নেতা নজরুল ইসলাম কাউছার।
সম্মেলনে বক্তব্য রাখেন লাখাই থানা বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আওয়াল ভূইয়া, অ্যাডভোকেট আয়াতুল ইসলাম, এম. শামছুদ্দিন, শেখ ফরিদ আহমেদ মেম্বার, সদস্য ড. এম আখতার আহাদ চৌধুরী (স্বপন), সাবেক ভাইস চেয়ারম্যান এস আর তালুকদার শাহীনুর, তাজুল ইসলাম মোল্লা, মুড়িয়াউক ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান চৌধুরী, ডাঃ তাফাজ্জুল হক, লাখাই উপজেলা যুবদল আহ্বায়ক শাহ আলম গোলাপ, লাখাই উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মশিউর রহমান সাচ্চু, যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ তাউছ মিয়া, মাহমুদুল হাসান, মাহবুবুল আলম মালু, ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি শফিকুল ইসলাম সাবাল, জেলা ছাত্রদলের সহ-ক্রীড়া সম্পাদক ছাত্রনেতা ফজলে রাব্বি, ছাত্রনেতা নেছার আহমেদ, ছাত্রনেতা মিয়া মোঃ লায়েছ, সোহাগ চৌধুরী মানিক, মোঃ সুহেল মিয়া, ছাত্রনেতা মোঃ আজম প্রমুখ।
সম্মেলনে বাবুল আহমেদকে সভাপতি, আলহাজ্ব মোঃ ফারুক আহমেদকে সিনিয়র সহ-সভাপতি, মহিবুল হাসানকে সাধারণ সম্পাদক, মোঃ আজিজুল ইসলামকে যুগ্ম সাধারণ সম্পাদক ও মোঃ নুর মিয়াকে সাংগঠনিক সম্পাদক করে করাব ইউনিয়ন বিএনপির কমিটি গঠন করা হয়।
করাব ইউনিয়ন বিএনপির সম্মেলনে জি কে গউছ
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com