বিয়াম ল্যাবরেটরি স্কুল, হবিগঞ্জ-এর শিক্ষার্থীরা ২০১৯ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী (পিএসসি) ও জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় তাক লাগানো সাফল্য অর্জন করেছে। জেলার একমাত্র ইংলিশ ভার্সন শিক্ষা প্রতিষ্ঠান বিয়াম ল্যাবরেটরি স্কুল, হবিগঞ্জ। এবছর অত্র প্রতিষ্ঠানের ৩৫ জন শিক্ষার্থী প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। ৩৫ জনের মধ্যে ২১ জন অ+, ১৪ জন অ গ্রেড পেয়েছে। জেএসসি পরীক্ষায় ১৮ জন অংশ নিয়ে সবাই কৃতকার্য হয়। ১৮ জনের মধ্যে ০৫ জন অ+, ও ১৩ জন অ গ্রেড পেয়েছে। পাশের হার শতভাগ। এজন্য বিদ্যালয়ের সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মর্জিনা আক্তার, অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাই ভীষণ আনন্দিত। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান পিএসসি ও জেএসসি পরীক্ষায় ভাল ফলাফল অর্জনের জন্য কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষক ও অভিভাবকদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই প্রতিষ্ঠানের কাছে সবাই এধরনের সফলতাই প্রত্যাশা করে। সারাদেশে এই প্রতিষ্ঠানটি ভবিষ্যতে অনন্য সাধারণ দৃষ্টান্ত স্থাপন করবে। জেলার একমাত্র ইংলিশ ভার্সন স্কুল হিসেবে এই ফলাফল সকলের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হয়েছে। তিনি জানান, স্কুলটি ধীরে ধীরে কলেজে রূপান্তরিত হবে। ক্যাম্পাস হবে আরো সমৃদ্ধ। প্রতিষ্ঠানটিকে এই পর্যায়ে নিয়ে আসতে বিগত সময়ে যে সকল জেলা প্রশাসক ভূমিকা রেখেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ২০২০ শিক্ষাবর্ষ থেকে এই প্রতিষ্ঠানে ইংলিশ ভার্সনের পাশাপাশি মাধ্যমিক পর্যায়ে (কেবল ৬ষ্ঠ শ্রেণি হতে) বাংলা ভার্সন চালু করা হয়েছে।