স্টাফ রিপোর্টার ॥ বাহুবলের দৌলতপুরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে সঞ্জব আলী (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু ঘটেছে। তবে পরিবারের অভিযোগ তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
সূত্র জানায়, গত সোমবার রাত ১২টার দিকে ওই গ্রামের তাজুল মিয়া ও এমরান মিয়ার মাঝে পারিবারিক বিষয়াদি নিয়ে সংঘর্ষ হয়। এ সময় সঞ্জব আলী ঘটনা মিমাংসা করতে গেলে এলোপাতাড়ি হামলায় গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। তবে সঞ্জব আলীর মৃত্যু নিয়ে অভিযোগ করেছেন তার পরিবারের লোকজন। নিহতের স্বজন জমির আলী জানান, সঞ্জব আলীকে পরিকল্পিতভাবে হত্যা করার উদ্দেশ্যে হামলা করা হয়েছে। অভিযুক্ত তাজুল মিয়া জানান, সঞ্জব আলী দীর্ঘদিন ধরে উচ্চ রক্তচাপ জনিত রোগে ভুগছিল। সে ওই রাতে স্ট্রোক করে মারা গেছে। বাহুবল থানার ওসি কামরুজ্জামান জানান, লাশ উদ্ধার করে সুরতহাল করে মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com