স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, বাঙালির আবহমান ঐতিহ্য ও সংস্কৃতিকে ফুটিয়ে তুলেছেন কবি কাজী নজরুল ইসলাম। নজরুল-বাঙালি এবং বাংলাদেশ এক সুত্রে গাঁথা। কাজেই নজরুলের কর্মে এবং চিন্তায় বাঙালি এবং বাংলাদেশ এক ও অভিন্ন। তিনি মঙ্গলবার সকালে হবিগঞ্জে জাতীয় নজরুল সম্মেলন-২০১৯ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
এর আগে প্রতিমন্ত্রী জেলা প্রশাসনের নিমতলা থেকে জাতীয় নজরুল সম্মেলনের বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন এবং পায়রা উড়িয়ে ৫ দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় এই সম্মেলনের আয়োজন করে কবি নজরুল ইনস্টিটিউট।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com