হবিগঞ্জে সপ্তাহব্যাপী বই মেলা উদ্বোধন

এসএম সুরুজ আলী ॥ হবিগঞ্জে সপ্তাহব্যাপী বই মেলা উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি। মঙ্গলবার বিকেল ৪টায় ডিসি অফিসের নিমতলায় ফিতা কেটে ও শান্তির প্রতিক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হবিগঞ্জ লাখাই ও শায়েস্তাগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি, বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মজিদ খান এমপি, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি, কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক ভূঞা, জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা পিপিএম বিপিএম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মিজানুর রহমান, পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, গ্রন্থাগারের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশক এর সভাপতি ফরিদ আহমেদ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ। প্রধান অতিথি মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। পরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় প্রতিমন্ত্রী বলেন দেশ এখন উন্নয়শীল দেশ হতে চলেছে। সোনার দেশ গড়তে নতুন প্রজন্মকে সোনার কারিগর হিসেবে গড়ে তুলতে হবে। এজন্য শিক্ষার্থীদের মোবাইল আসক্তি কমাতে হবে।
মেলায় স্কুল কলেজের একঝাঁক শিক্ষার্থী, লেখক, কবি সাহিত্যিক, সাংবাদিক ও বিভিন্ন পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে স্থানীয় শিল্পীবৃন্দ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। প্রথম দিনে থিয়েটার অণার্য এর পরিবেশনায় অনুষ্ঠিত হয় “অমর কাব্যের কবি”। উল্লেখ্য মেলায় ঢাকার ৩৫টিসহ হবিগঞ্জের বেশ কয়েকটি স্টল বসেছে।