স্টাফ রিপোর্টার ॥ সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের কবি নজরুল ইনস্টিটিউটের উদ্যোগে ও হবিগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত ৩ দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলনের দ্বিতীয় দিনের আলোচনা সভায় প্রধান অতিথি ও মূখ্য আলোচক হিসেবে উপস্থিত থাকবেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং একুশে ও বাংলা একাডেমি সাহিত্যপদকপ্রাপ্ত লেখক ও গবেষক অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ। সকাল ১০টায় সরকারি বৃন্দাবন কলেজে অনুষ্ঠিতব্য আলোচনা সভায় নজরুল, বাঙালি ও বঙ্গবন্ধু শীর্ষক প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব মোঃ আব্দুর রাজ্জাক ভূঞা, সরকারি বৃন্দাবন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ এলিয়াছ হোসেন, শ্রীমংগল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর নিখিল ভট্টাচার্য। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন কবি নজরুল ইনস্টিটিউটের সচিব ও প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহিম। সভাপতিত্ব করবেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও উপ-সচিব নূরুল ইসলাম।
গতকাল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ এমপি এ সম্মেলনের উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির, অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এমপি, গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ এমপি, পুলিশের সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ কামরুল আহসান, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোঃ আলমগীর চৌধুরী ও হবিগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মিজানুর রহমান। জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের সভাপতিত্বে সভায় মুখ্য আলোচক ছিলেন কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক মোঃ আব্দুর রাজ্জাক ভূঞা।