স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে ১ হাজার দুঃস্থ ও অসহায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বুল্লা বাজার সংলগ্ন জিএস সোয়েটার ও সায়হাম সোয়েটার লিঃ এর ব্যবস্থাপনা পরিচালক তরুণ সমাজসেবক শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদের ব্যক্তিগত উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এ সময় উপস্থিত লোকজনের মধ্যে শীতবস্ত্র হিসেবে সোয়েটার বিতরণ করা হয়। ফুল মিয়ার সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন মশিউর রহমান মুর্শেদ। শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাজ্জাদ আহমেদ বলেন, মানুষের কল্যাণে আজীবন কাজ করে যেতে চাই। গরীব-দুঃখী মানুষের কল্যাণে আজীবন তাদের পাশে থাকতে চাই। ভবিষ্যতে এলাকার মানুষের প্রতি তার সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। শীতবস্ত্র বিতরণে সাবেক মেম্বার রফিক মিয়া, ইয়াসিনসহ সার্বিক সহযোগিতায় ছিলেন বুল্লা ইউনিয়নবাসী।
উল্লেখ্য, তরুণ শিল্পপতি সৈয়দ সাজ্জাদ আহমেদ মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান এর পুত্র।
© স্বত্ব দৈনিক হবিগঞ্জের মুখ ২০১৯
ওয়েবসাইটটি তৈরী করেছে ThemesBazar.Com